তা নিয়ে আমি লেখা শুরু করলাম।
আমি এখন দশম শ্রেণিতে পড়ছি । এই স্বল্প সময়ের জীবনে আমি তেমন কোনো কাজ করিনি যে, কেউ আমাকে মনে রাখবে । তবুও যেন জীবনের এই ক্ষুদ্র গণ্ডিতেই আমি অনেক বড় হয়ে গেছি বলে মনে হয়।
আপনারা কীসে বড় ভাবছেন ?
না, ঠিক তেমন না। আমি বড় হয়েছি, আমার ছোট্ট জীবনের বড় অভিজ্ঞতাকে নিয়ে । এই জীবন তো আমারই তাই না। আর একটা কথা-
আপনারা নিশ্চয় জানেন যে,পৃথিবীর সেই বিখ্যাত ব্যক্তির বিখ্যাত কথা।
এ পি জে আবুল কালাম বলেছিলেনঃ “ স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে;
স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। ”
(“Dreams are not what people see in their sleep; Dreams are the expectation of fulfillment, not letting people sleep. ”)
এ কথাটা আমাকে সবসময় বিরক্তি করে চলে। জানি না, আমি পারব কিনা। তবুও কখনো মনকে হার মানতে দেয়নি। কিন্তু একটা কথা -
কী আমরা কখনো ভাবি ? যে কোনো মুহুর্তে আমরা মারা যেতে পারি । ধরুন আমার কথা, আমি আপনাদের বলি-
গত তিন বছর আগের কথা। আমি একদিন সন্ধ্যায় গাড়ি নিয়ে বাইরে গেয়েছিলাম। কিন্তু আমি তো কখনো কল্পণাও করতে পারি নায় যে,
আমার সাথে এমন ঘটনা ঘটবে। আমি পথ দিয়ে যাচ্ছিলাম। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, পথ দুই ধারে গাছের মনোরম সারি,গাছের ফাঁকে লুকিয়ে যাচ্ছে সূর্য আর সুন্দর এই সন্ধ্যা। আর রয়েছে সামনে -
এক উঁচু সেতু। আমি যায় কিন্তু এমন কী হলো যে গাড়িতে আর আমি নিয়ন্ত্রণ করতে পারি না। আর ব্রিজের আশ-পাশ ছিল ও না কোনো গাছ। আমি কী করবো তেমন বুঝতে ও পারছিলাম না। শুধু ভাবতেছিলাম কী হবে আজ আমার?
আর আমি গাড়ি সহ নদীতে পড়ে গেলাম। কিন্তু সেদিন আমার তেমন কোনো ক্ষতি হয়নি । আর আমি তারপর-
থেকে বুঝতে শুরু করলাম জীবনের মূল্য কতটা। আজ অর্থাৎ বতর্মান সময়ে জীবন রক্ষা করা তো ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে । এখন কি করবো সেটা ও কেউ বলতে পারে না। কীসে আমরা বড় হয়েছি। কী প্রযুক্তিতে না বুদ্ধিতে ? কেনো কেউ কী বলেতে পারে না এখন কী করব ? তাহলে শুনুন, আর একটা কথা বলি-
আমরা ছোটরা আপনারা বড়রা যা বলেন তা শুনি কিন্তু আপনারা আমাদের কোনো কথা শুনেন না। তাহলে, কী করে হবে বলুন ?
এখন এমন কিছু করুন যে, সকলে যেন আবার এক হয়ে চলতে পারি। আমি আর কিছু বলতে চায় না ।
লেখক ~ কাওসার বিন রিফাত 19/03/20
Rate This Article
Thanks for reading: Life is valuable | জীবন কী তা বুঝতে শেখা? , Stay tune to get latest Blogging Tips.