এসএসসি ২০২১ কোভিড ১৯ পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী নৈর্বাচনিক প্রতি গ্রুপের তিনটি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নোট খাতা লেখার সময় নিম্নলিখিত বিষয়ের দিকে নজর দেওয়া উচিত:
১। ডান পৃষ্ঠায় মার্জিন দেওয়া থাকে। উপরের ফাঁকা জায়গায় বড় অক্ষরে পরীক্ষণের নাম লিখিতে হবে। এর নিচে তারিখের স্থানে পরীক্ষাকার্য সম্পাদনের তারিখ লিখতে হবে।
২। পরীক্ষণের তত্ত্ব লেখার পরে কার্যপদ্ধতি অতীতকালে লিখতে হবে।
৩। বর্ণনা সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়।
৪। ছবি অবশ্যই কাঠ পেন্সিলের মাধ্যমে আঁকতে হবে।
৫। নোট খাতা অবশ্যই সুন্দর করে লিখতে হবে। মনে রাখবে, নোট খাতা লেখার জন্য নম্বর আছে।
৬। শিক্ষকের পরামর্শক্রমে নোট খাতা লেখা উচিত।
পরীক্ষা চলাকালে অসাবধানতাবশত: দুর্ঘটনা ঘটতে পারে। সে ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা সম্মন্ধে সাধারণ জ্ঞান থাকা উচিত।
১। শরীরে এসিড পড়লে লঘু অ্যামোনিয়া দ্রবণ বা সোডিয়াম বাই-কাইনেট দ্রবণ প্রয়োগ করতে হবে। তবে প্রথমেই পানি দিয়ে ভালভাবে ধুয়ে নিতে হবে।
২। শরীরে ক্ষার পড়লে পানি দিয়ে ধোয়ার পর বোরিক এসিড প্রয়োগ করতে হবে। তবে সব বিষয়ে শিক্ষককে অবশ্যই অবহিত করতে হবে।
৩। কাঁচ, ছুরি ইত্যাদি দিয়ে কেঁটে গেলে ডেটোল, স্যাভলন, টিংচার বেনজোয়িন প্রভৃতি ব্যবহার করতে হবে।
৪। চোখে কোনরূপ আঘাত লাগলে কিংবা কোন রাসায়নিক পদার্থ পড়লে প্রথমে ঠান্ডা পানি দিয়ে উত্তমরূপে ধুতে হবে এবং শিক্ষককে অবহিত করতে হবে।
Rate This Article
Thanks for reading: SSC Practical Exam 2021 | How To Write Science Practical Khata | Practical Khata likhar niyom, Stay tune to get latest Blogging Tips.