২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাস করা সিলেবাসে আগামী বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ব্যবহারিক :
১. আর্গন্ড চিত্রে দুইটি জটিল সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল চিহ্নিত করে এদের পরমমান (মডুলাস) ও নতি (আর্গুমেন্ট) নির্ণয়।
২. লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান নির্ণয়।
৩. পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন।
৪. উপবৃত্তের উপকেন্দ্র, দিকাক্ষ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে উপবৃত্ত অঙ্কন ।
৫. অধিবৃত্তের উপকেন্দ্র, দিকাক্ষ এবং উৎকেন্দ্রিকতা দেওয়া থাকলে অধিবৃত্ত অঙ্কন ।
৬. বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন ।
৭. একই লেখচিত্রে ত্রিকোণমিতিক ফাংশন ও এর বিপরীত ফাংশন অঙ্কন ।
৮. লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়।
৯. লেখচিত্রে বস্তুকণার গতিপথ প্রদর্শন ।
১০. লেখচিত্র হতে বস্তুকণার বেগ ও ত্বরণ নির্ণয়
You have to wait 25 seconds.
b>Rate This Article
Thanks for reading: HSC Higher Math 2nd Paper Practical Pdf Download 2023 | Higher Math Practical Book Pdf | Higher Math Practical HSC 2023, Stay tune to get latest Blogging Tips.